বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ

- আপডেট সময়ঃ ১০:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।

জুলাই আন্দোলনে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের কবর জিয়ারত করেছেন বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে গিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ দোয়া করেন। গত বছরের ১৯শে জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সাংবাদিক আবু তাহের মো. তুরাব।
এর আগে সংগঠনের কার্যালয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কলামিষ্ট আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক ও ইত্তেফাক প্রতিনিধি আব্দুল খালিক, সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, প্রেসক্লাব সদস্য আবুল হাসান, সৈয়দ মুনজের হোসেন বাবু, এম. এ ওমর, আমিনুল হক দিলু, সামিয়ান হাসান, সাদিক হোসেন এপলু, রুহেল আহমদ, আলম শাওন, সরওয়ার খান.সুহেব আহমদ, পাপলু আহমদ প্রমুখ।
সভায় সাংবাদিকদের মধ্যে বিভেদ দূর করতে একটি ও বার্ষিক বনভোজন আয়োজনের জন্য পৃথক আরেকটি উপ-কমিটি গঠন করা হয়।