গাইবান্ধার সাদুল্লাপুরে কচু তোলাকে কেন্দ্র করে ছুড়ি কাঘাতে একজনের মৃ’ত্যু।

- আপডেট সময়ঃ ০১:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মীরপুর চারমাথার দক্ষিণ পাশে অদ্য আনুমানিক বিকাল ৪.৩০ মিনিটে কচু তোলাকে কেন্দ্র করে ছুড়িকাঘাতে ৪৮ বছর বয়সী ফুয়াদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুয়াদ মিয়া তার বাড়ির দক্ষিণ পাশের একটি জমিতে কচু তুলছিলেন। দীর্ঘদিনের বিরোধের জের ধরে তারই চাচাতো ভাই মামুন মিয়া (২৪), পিতা- মোঃ নুরু মিয়া, তাকে আক্রমণ করেন এবং ছুরি দিয়ে বুকের বা পাশের উপরে হৃদপিন্ড বরাবর ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই ফুয়াদ মিয়ার মৃত্যু হয়।
স্থানীয় জনগণ আসামী মামুন মিয়াকে আটক করে এবং সাদুল্লাপুর থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় ফুয়াদ মিয়ার স্ত্রী বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের, ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় থানা কর্মকর্তারা।
এ ঘটনাটি এলাকার মানুষজনের মধ্যে শোকের ছায়া ফেলেছে।