০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

“তুড়ি মেরে বিএনপিকে উড়িয়ে দেওয়া সম্ভব নয়”— মির্জা ফখরুল।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের লক্ষ্যেই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, তা একেবারে পরিকল্পিত চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি স্পষ্ট করে বলেছেন, বিএনপিকে হেলায় তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এই দল আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষের বিশ্বাসের জায়গায় পৌঁছেছে।

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ শিরোনামের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। এই গ্রন্থটি সম্পাদনা করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।মির্জা ফখরুল বলেন, অপপ্রচারের পেছনে যে চক্রান্ত আছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে মুছে ফেলা এবং তারেক রহমানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া। তারেক রহমানকে ঘিরে এই চক্রান্তের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “নেতা যিনি উঠে আসছেন, যার মধ্যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমান সাহেবকে খারাপ জায়গায় ফেলার চেষ্টা করা হচ্ছে। তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা হচ্ছে।”

তারেক রহমানের রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক শক্তির বিষয়ে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার কারাবরণের পর থেকে তারেক রহমান দলের দায়িত্ব নেন এবং অল্প সময়ের মধ্যেই দেশের প্রতিটি স্তরে, এমনকি গ্রামের ওয়ার্ড পর্যন্ত পৌঁছে যান। তার মতে, এমন সাংগঠনিক দক্ষতা খুব কম রাজনীতিকের মধ্যে দেখা যায়।

২০০২ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের একটি স্মৃতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সেই সফরে প্রচণ্ড শীতে গ্রেট হলের ভেতরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। সেই অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্ত করে ধরে বলেন, “ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার।” মির্জা ফখরুলের মতে, সেই ‘ফ্ল্যাগ’ বহন করেই তারেক রহমান আজও রাজনৈতিক অঙ্গনে লড়াই করে যাচ্ছেন।

তিনি বলেন, “তারেক রহমান নির্যাতন, নির্বাসন, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও মাথা নত করেননি। উনার মায়ের মতোই তিনিও কখনো মাথা নত করেননি। তারেক রহমান নিঃসন্দেহে আমাদের হোপ, আমাদের ভবিষ্যৎ।”বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পর অনেকে মনে করেছিলেন বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মধ্য থেকেও জেগে উঠতে পারে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে এবং পড়াশোনার মাধ্যমে রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ করতে হবে। তিনি জানান, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাইবার হামলাও হচ্ছে এবং সেই হামলার লক্ষ্যবস্তু হয়েছেন তারেক রহমানও, যা অত্যন্ত উদ্বেগজনক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ এবং সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এতে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন্থ। এছাড়া বিএনপির মতাদর্শের অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগাররাও এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন