০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৪:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ১২১ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ২০২৫-২০২৬ অর্থবছরে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকারবাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় পৌরসভা অডিটরিয়ামে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষনা করা হয়।

বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

এসময় পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন তার বক্তব্যে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। এতে উন্নয়ন খাতে ব্যয় ৩১ কোটি ৯ লাখ টাকা, সংস্থাপন ব্যয় ৮ কোটি ১০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যয় ২ কোটি ১২ লাখ টাকা, পানি সরবরাহ ব্যয় ২ কোটি ৯২ লাখ টাকা, ডেঙ্গু, করোনা ভাইরাস, নালা-নর্দমা পরিস্কার-পরিচ্ছন্য খাতে ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে উন্নয়ন খাতে আয় ৩১ কোটি ৯ লাখ, রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। এছাড়াও শিক্ষা, বৃক্ষরোপন, সড়কবাতি, জরুরি ত্রাণ, খেলাধুলা ও সংস্কৃতি ব্যয়, যানজট নিরসন স্যানিটেশন ও নারী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথীয়া তাসমিন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরি প্রমুখ।

এছাড়াও বাজেটে অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন