জামালগঞ্জে ওয়ানম্যান টেইলার্সে দ্বিতীয় শাখার উদ্বোধন

- আপডেট সময়ঃ ০৭:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে।

সিলেটের ঐতিহ্যবাহী ওয়ানম্যান টেইলার্স এন্ড ফেব্রিক্সের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের সাইফুল ট্রেড সেন্টারে নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও স্যাুট স্পেশালিষ্ট ফয়েজ আহমদের মাতা আয়েশা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরণ, সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমেদ মনির, মাহি ফ্যাশন টেইলার্সের স্বত্বাধিকারী সৈয়দ মো. জসিম উদ্দিন, তানহা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম ও দন্তরোগ চিকিৎসক মনোয়ারা আক্তার মণি, শফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী, ব্যবসায়ীসহ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফয়েজ আহমদ বলেন, সিলেটের শুকরিয়া মার্কেটে দীর্ঘ বছর যাবত সুনামের সহিত আমাদের ওয়ানম্যান টেইলার্স এন্ড ফেব্রিক্স প্রতিষ্ঠানটি গ্রাহকদের সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় নিজ উপজেলার মানুষকে দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আজ দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা আশা করছি জামালগঞ্জের মানুষের জন্য একটি নতুন সংযোজন। যেখানে উন্নত মানের প্যান্ট,শার্ট, স্যুটের কাপড় ও আধুনিক ডিজাইন এবং উন্নত মানের সেলাইয়ের সুবিধা পাওয়া যাবে। তাছাড়া উদ্বোধনের দিন থেকে কিছুদিনের জন্য সকল প্রকার পোশাক তৈরিতে আকর্ষণীয় ছাড় দেয়া হবে। গ্রাহকরা তাদের পছন্দসই যে কোনো পোশাক বানানোর সুযোগ পাবেন এবং সাথে ছাড়ের সুবিধাও উপভোগ করতে পারবেন। এছাড়াও, আধুনিক ডিজাইন এবং উন্নত মানের সেলাইয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে।