সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

- আপডেট সময়ঃ ০২:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানকালে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ জুলাই) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
৪৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। এছাড়া ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেডসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৬ কোটি টাকা।
সিলেটের প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।