০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিষাক্ত মদপানে ৫ জনের মৃ-ত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময়ঃ ১০:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে।

খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) নগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নগরীর বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) ও শেখ তোতা (৬০)। এছাড়া অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে উজ্জ্বল ও সাত্তার নামের আরও দুজনকে ভর্তি করা হয়েছে ।

পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই।

পুলিশ ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে রেক্টিফাইট স্পিরিট (হাতে তৈরি মদ) জাতীয় অ্যালকোহল পান করে ওই ৬ জন। ওই মদের সঙ্গে যুক্ত করা হয় চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তারা পেটে ব্যথার কথা বলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। বিষয়টি মৃত ব্যক্তিদের পরিবার থেকে গোপন রাখা হয়। সন্ধ্যার পর ৬ জনের মৃত্যুর ঘটনা জানাজানি হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির জানান, অতিরিক্ত কিংবা বিষাক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে কি-না, এটা ময়নাতদন্ত শেষে জানা যাবে। নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন