০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

শহীদদের স্মরণে কৃষকদল, আমরা বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১১:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে।

সবুজ পল্লবে স্মৃতি অম্লান এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলমান গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার অংশ হিসাবে সুনামগঞ্জে র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

র‍্যালীটি সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে পিটিআই ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ সোহাগ মিয়া,শহীদ আয়াতুল্লাহ এবং শহীদ হৃদয় এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে পিটিআই শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক। সভা পরিচালনা করেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট দীপংকর মোহন্ত, জেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা কৃষক আহবায়ক লুৎফর রহমান, বিএনপি নেতা বাষ্কর রায়, জবা মিয়া, কৃষক নেতা সিরাজ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাহুল সহ কৃষকদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

এসময় জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক বলেন, আজকের এই আয়োজন যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেশকে ফ্যাসিসমুক্ত করেছে তাদের স্মৃতি ধরে রাখতে। আমরা তাদের স্মরণ করব, তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে আগামী দিন গুলোতে দেশের সকল স্তরের মানুষের মধ্যে। এই কর্মসূচি শুধু স্মৃতির প্রতি শ্রদ্ধাই নয়,পরিবেশ রক্ষার প্রতিও প্রতিশ্রুতি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শহীদদের স্মরণে কৃষকদল, আমরা বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময়ঃ ১১:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

সবুজ পল্লবে স্মৃতি অম্লান এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলমান গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার অংশ হিসাবে সুনামগঞ্জে র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

র‍্যালীটি সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে পিটিআই ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ সোহাগ মিয়া,শহীদ আয়াতুল্লাহ এবং শহীদ হৃদয় এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে পিটিআই শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক। সভা পরিচালনা করেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট দীপংকর মোহন্ত, জেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা কৃষক আহবায়ক লুৎফর রহমান, বিএনপি নেতা বাষ্কর রায়, জবা মিয়া, কৃষক নেতা সিরাজ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাহুল সহ কৃষকদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

এসময় জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক বলেন, আজকের এই আয়োজন যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেশকে ফ্যাসিসমুক্ত করেছে তাদের স্মৃতি ধরে রাখতে। আমরা তাদের স্মরণ করব, তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে আগামী দিন গুলোতে দেশের সকল স্তরের মানুষের মধ্যে। এই কর্মসূচি শুধু স্মৃতির প্রতি শ্রদ্ধাই নয়,পরিবেশ রক্ষার প্রতিও প্রতিশ্রুতি।

নিউজটি শেয়ার করুন