নির্বাসন শেষে ফিরলেন সিলেটের জাকির, শ্রদ্ধা জানাতে গেলেন জিয়ার মাজারে।

- আপডেট সময়ঃ ০৩:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে।

১৪ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন আরব আমিরাত বিএনপির আহবায়ক সিলেটের জাকির হোসাইন। দেশে ফিরে সোমবার সকাল ১১টায় তিনি ঢাকার জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দকী ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় জাকির হোসাইন বলেন, ’আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে, শেখ হাসিনার দুঃশাসনের অবসানের মাধ্যমে আজ আবার নিজের জন্মভূমির মাটিতে পা রাখতে পেরেছি। দীর্ঘ ১৪ বছর ধরে রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের কারণে প্রিয় মাতৃভূমি থেকে দূরে থাকতে হয়েছিল আমাকে। আজকের এই ফিরে আসা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের।’
জাকির হোসাইনের শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ভিড় করেন নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার-প্ল্যাকার্ডসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন সেখানে।প্রসঙ্গত, আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেইনের বাড়ি সিলেটর জকিগঞ্জে। তিনি আরব আমিরাতের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। করোনা মহামারি ও বন্যার মতো ভয়াবহ দুর্যোগের সময় তিনি নিরবে সিলেটর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে গেছেন।