০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় সিলেট২১ পরিবারের শোক বার্তা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময়ঃ ১০:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১১৮ বার পড়া হয়েছে।

ঢাকা উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিতরে ২১জুলাই সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এতে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে । মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মঙ্গলবার সারা দেশে পালিত রাষ্ট্রীয় শোক পালনে দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশ করছি আমরা সিলেট২১ ডটকম পরিবার। প্রশিক্ষণবাহী বিমান দূর্ঘটনায় নিহতদের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।

এই হৃদয়বিদারক দূর্ঘটনায় আমরা বিমর্ষ ও বাকরুদ্ধ। জাতির ভবিষ্যৎ প্রজন্মকে এমন এক মর্মান্তিক পরিণতির মুখোমুখি হতে দেখে আমরা ব্যথিত। এ শোক শুধু মাইলস্টোন পরিবারের নয়, বরং সমগ্র জাতির।

পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তিনি যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য