নিঃশব্দ শ্রদ্ধা (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুদের স্মরণে)

- আপডেট সময়ঃ ০১:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে।

নিঃশব্দ শ্রদ্ধা
(মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুদের স্মরণে)
মিসবাহ উদ্দিন :
শিশির ভেজা সকালের মতো,
হেসেছিল যারা নির্মল প্রভাতে —
তারা আজ নিথর, ঘুমায় চিরকাল,
আমরা দাঁড়াই বিষাদের প্রহরে।
রঙিন খাতা, স্বপ্নের পৃষ্ঠা,
নতুন বইয়ের সুবাস ছিল যাদের —
ভাঙা বুকের কাঁপা আর্তনাদে,
সেই স্বপ্ন আজ শুধুই ছাই হয়ে পড়ে।
মা’র আঁচল, বাবার হাসি —
সেই ছোট্ট প্রাণের ছিল একমাত্র চাওয়া,
পড়ালেখা, খেলা আর আকাশ দেখা,
তাদের কাছে জীবন ছিল সবে শুরু আশা।
কেড়ে নিল কারা এত ভালোবাসা?
নিরাপত্তা কোথায়, কোথায় সেই দৃষ্টি?
চিৎকার করে আজ শিশুরা বোলে —
“আমরা কি ছিলাম কেবল সংখ্যার গীতি?”
যারা গেল, তারা আজ নক্ষত্র হয়ে,
আকাশে জ্বলে কাঁদে আমাদের তরে।
আর যারা পড়ে, ব্যথায় বিদীর্ণ,
তাদেরও বুকে রয়ে যায় অজস্র বিষাদঘোরে।
প্রিয় শিশু, তোমাদের চোখে ছিল যে আলো —
সে আলো হারায় না, জ্বলবে চিরকাল,
এই অন্যায়, এই ভুল, ভুলতে নয় কোনো দিন,
তোমরা হিংস্র সময়ের বিপক্ষে অমর প্রতীক।