০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

এক যুগ পর হচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৩:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে।

এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল। আগামী ২০ আগস্টের মধ্যে এই কাউন্সিল সম্পন্ন হবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগের নেতাদের সঙ্গে এক বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আগামী ২০ আগস্টের মধ্যে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। সেই কাউন্সিলে সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র জিকে গউছ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি দীর্ঘদিন দায়িত্ব পালন করে।

পরবর্তী সময়ে ২০১৯ সালে মো. আবুল হাশিমকে আহ্বায়ক এবং জিকে গউছসহ কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ২০২৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. আবুল হাশিমকে বহিস্কার করা হয়। এরপর থেকে জিকে গউছের নেতৃত্বে চলছে হবিগঞ্জ জেলা বিএনপির কার্যক্রম।

দলটির নেতাকর্মীদের মধ্যে কাউন্সিলকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর কাউন্সিলের তারিখ নির্ধারণে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

এক যুগ পর হচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল

আপডেট সময়ঃ ০৩:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল। আগামী ২০ আগস্টের মধ্যে এই কাউন্সিল সম্পন্ন হবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগের নেতাদের সঙ্গে এক বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আগামী ২০ আগস্টের মধ্যে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। সেই কাউন্সিলে সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র জিকে গউছ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি দীর্ঘদিন দায়িত্ব পালন করে।

পরবর্তী সময়ে ২০১৯ সালে মো. আবুল হাশিমকে আহ্বায়ক এবং জিকে গউছসহ কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ২০২৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. আবুল হাশিমকে বহিস্কার করা হয়। এরপর থেকে জিকে গউছের নেতৃত্বে চলছে হবিগঞ্জ জেলা বিএনপির কার্যক্রম।

দলটির নেতাকর্মীদের মধ্যে কাউন্সিলকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর কাউন্সিলের তারিখ নির্ধারণে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন