০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনামঃ
সীমান্তে প্রায় ৬ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া গ্রাম থেকে পাচারের সময় ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৬ জুলাই) ভোররাতে এই অভিযান চালানো হয়।
মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক আবু হানিফ সিহানুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক ব্যক্তি স্বর্ণের বার বহন করে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি সদস্যরা তাকে আটক করতে গেলে সে ৩টি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই পোটলাগুলো থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের মোট ওজন ৪ কেজি ২০৩ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। ঘটনার বিষয়ে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ট্যাগসঃ