সীমান্তে ১৮ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

- আপডেট সময়ঃ ০৭:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে।

খুলনার মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫-এর নিকটবর্তী এলাকা দিয়ে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় কাজিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তৎপর হয়ে ১৮ জনকেই আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবির কাজিপুর কম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরের পর বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশি ১৮ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করায়।
তারা যেন স্থানীয়দের সঙ্গে মিশে যেতে না পারে, সেজন্য দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’ আটক ব্যক্তিরা জানান, তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা কেউ কেউ বিভিন্ন সময়ে আত্মীয়ের খোঁজ, কাজের সন্ধান এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর তাদের আটক করে সীমান্তে এনে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
আটকদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায়। গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, ‘বিজিবি আটক ১৮ জনকে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা তাদের পরিচয় যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’