০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাফলংয়ে নদীতে ডুবে নি’খোঁ’জ শ্রমিকের ম র দে হ উ’দ্ধা’র।

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৫৯ বার পড়া হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার মৃত দরুশি চন্দ্র দাস’র ছেলে হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮) ।

সে বালু শ্রমিকের কাজ করার সুবাদে দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করে আসছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, গত সোমবার হরে কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু কাজ করতে যান। এ সময় একপর্যায়ে হঠাত করে পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যায় হরে কৃষ্ণ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন