০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বড়লেখায় গলায় দা ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছি/ন/তা/ই

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৮৬ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ঠেকিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু, তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ঠেকিয়ে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণের একটি চেইন ও আংটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। তারা টাকা নিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা গলায় দা ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণের চেইন ও একটি আংটি নিয়ে পালিয়ে যায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন