০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক নেপাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময়ঃ ১১:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে।

২০২৬ সালে প্রথমবারের মতো ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ডে আয়োজিত হতে যাওয়া এই আসরে ইতোমধ্যে ৮ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি চারটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

এই বাছাইপর্বটি আগামী বছর ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নেপালের কাঠমান্ডুর মুলপানিতে অবস্থিত দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে এখনো পুরো টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেনি আইসিসি।

বাছাইপর্বে খেলবে মোট ১০টি দল, যারা এসেছে চারটি ভিন্ন অঞ্চল থেকে। এর মধ্যে ইতিমধ্যে পাঁচটি দলের নাম নিশ্চিত হয়েছে- বাংলাদেশ, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেপাল এবং যুক্তরাষ্ট্র। এদের মধ্যে বাংলাদেশ ও স্কটল্যান্ড গত আসরেও বিশ্বকাপে খেলেছে। বাকি পাঁচটি দল বাছাইপর্বে অংশ নেবে ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক বাছাই পর্ব শেষে।

বাছাইয়ের মূলপর্বে অংশগ্রহণকারী ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে সুপার সিক্সে। এরপর সেখান থেকে শীর্ষ চারটি দল পাবে বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট।

এদিকে মূল বিশ্বকাপের সূচি ইতোমধ্যেই ঘোষণা করেছে আইসিসি। আগামী বছর ১২ জুন ইংল্যান্ডের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে মূল টুর্নামেন্ট। ৫ জুলাই ঐতিহাসিক লর্ডস মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল। নারী ক্রিকেটের ইতিহাসে এটি হবে এক নতুন অধ্যায়, যেখানে প্রথমবারের মতো ১২টি দল অংশ নেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন