১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জে ভারতীয় গরুর চালান জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৬২ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা শনিবার (২ আগস্ট) ভোরে দুইটি পৃথক অভিযানে ভারত থেকে আনা ৩২টি গরু ও একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা।

২৮ বিজিবির সূত্র জানায়, তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকায় সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে অভিযান চালিয়ে বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা ১৮টি ভারতীয় গরুসহ একটি স্টিল বডির নৌকা জব্দ করেন। একই সময় দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা ইসলামপুর এলাকা থেকে আরো ১৪টি ভারতীয় গরু আটক করেন। তবে দুইটি অভিযানেই কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। জব্দকৃত গরু ও নৌকা শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন