০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মাথিউরায় দুধবকসী শাহজালাল লতিফিয়া ইসলামিক সোসাইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৮:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ১৫৯ বার পড়া হয়েছে।

দুধবকসী শাহজালাল লতিফিয়া ইসলামিক সোসাইটির আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ এবং রাসূল (সা.)-এর সুন্নতের অনুসরণই প্রকৃত সফলতার চাবিকাঠি। বক্তারা শিক্ষার্থীদের কেবল জাগতিক সাফল্যের পেছনে না ছুটে ইসলামি আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস)-এর সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা রুহুল আমীন সাহেব।
বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা শুয়াইব আহমেদ, প্রিন্সিপাল, আন-নূর ইসলামিক কেজি মাদরাসা।

বক্তারা আরও বলেন, তথাকথিত আধুনিকতার নামে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ না করে ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে। ইসলাম কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত ব্যক্তি  ছাদ উদ্দিন সাহেব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ আবু নাছির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আতিকুর রহমান খান, কামরুল ইসলাম, এবং উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা — মাহমুদুর রশিদ বাছন, উপদেষ্টা ফারুক আহমেদ, তাজুল ইসলাম, জাকির হোসেন, কারী জুবায়ের আহমেদ, কাওছার আহমেদ,তাহফিম আহমেদ, আহমেদ আল ফারুক, আকতার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক তাহমিদ আলম মুনাদ, সহ-সাংগঠনিক সম্পাদক অমি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সালমান আহমেদ, সিয়ামুল ইসলাম আদনান, মাছুম আহমেদ, ও তাহমিদ আহমেদ প্রমুখ।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইসলামকে অবিকৃতভাবে পৃথিবীতে টিকিয়ে রেখেছেন আউলিয়ায়ে কেরামগণ। তাদের আদর্শ অনুসরণ করেই একজন মানুষ প্রকৃত সফলতায় পৌঁছাতে পারে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য