সিলেটে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করল বিজিবি

- আপডেট সময়ঃ ০৮:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৮৬ বার পড়া হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালানকালে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। শনিবার (২ আগস্ট) ভোরে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী সোনারহাট, পান্থুমাই, তামাবিল, শ্রীপুর, বিছনাকান্দি, বাংলাবাজার, লাফার্জ এবং কালাসাদেক বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কারেন্ট জাল, সুপারি, গরু, টমেটো, নাশপাতি, বাঁধাকপি, মদ, বিয়ার জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন নৌকা জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য ১ কোটি ১১ লাখ ৪ হাজার ২৫০ টাকা।
এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’