গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন-গণতান্ত্রিক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন

- আপডেট সময়ঃ ০৮:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৯৪ বার পড়া হয়েছে।

গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে ২ আগস্ট শনিবার বিকাল সাড়ে পাঁচটায় কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ সংক্ষিপ্ত ও মিছিল স্থগিত করা হয়।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ,বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ প্রমূখ।
সমাবেশে, গণঅভ্যুত্থানে মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদ হয়নি। অভ্যুত্থানের পর মাজার ধ্বংস, নারী নির্যাতন, সাম্প্রদায়িক নীপিড়ন,মব সন্ত্রাসে আতঙ্কিত জনগণ। বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের চেতনার বিপরীতে চলছে।
বক্তারা, নৈরাজ্যকর পরিস্থিতি অবসানে দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেন। বক্তারা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন-গণতান্ত্রিক সমাজ নির্মাণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।