তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরো মজবুদ করতে হবে: শাহীনুর পাশা চৌধুরী

- আপডেট সময়ঃ ০৯:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠান শুক্রবার রাতে নগরীর বনকলাপাড়ায় মাওলানা ফিরুজ আলীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি জননেতা এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিশেষ অতিথি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা মুহসিনুল হাসান, মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, সহ-সভাপতি মাওলানা ছানা উল্লাহ, সাবেক সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল জব্বার পীর, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী তাজুল ইসলাম, মো. সুলতান আহমদ খালেদ সাইফুল্লাহ, আসজদ আহমদ মুর্শেদ প্রমুখ।
প্রধান অতিথির শাহীনুর পাশা চৌধুরী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের পক্ষে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান আমিরে মজলিস শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারা দেশব্যাপী সংগঠনের কার্যক্রম চলছে। সিলেটে আমাদের দায়িত্বশীলদেরকে কাজ জোরদার করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরো মজবুদ করতে হবে।
দাওয়াতি মাহফিলে বিভিন্ন শ্রেণীপেশার ২০ জন ব্যক্তি সংগঠনে যোগদান করেন।