১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

চলে গেলেন জনপ্রিয় দক্ষিণি অভিনেতা বব ।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে।

তামিল অভিনেতা মাধান বব মারা গেছেন। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারসূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের
মাধান বব নামে পরিচিত হলেও তাঁর আসল নাম ছিল এস কৃষ্ণমূর্তি। পরিবারে তিনি ছিলেন অষ্টম সন্তান। বহু বছর ধরে তামিল ছবির জগতে সক্রিয় থাকা এই শিল্পী একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া, বিজয়—তালিকাটা বেশ দীর্ঘ।চার দশকের কর্মজীবন, দুই শর বেশি সিনেমা, টেলিভিশনেও দাপট ছিল তাঁর। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ে আসার আগে মাধান বব ছিলেন একজন সংগীতশিল্পী। তরুণ বয়সে ‘বুলবুল তরঙ্গ’ বাজানো শিখেছিলেন, এরপর নিজে নিজেই শিখে ফেলেন গিটার। কর্মজীবনের শুরুতে ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করেন, পরে বিক্রয় কর্মকর্তার চাকরি।কিন্তু শেষ পর্যন্ত নিজের ভালোবাসার জায়গা সংগীত নিয়ে এগিয়ে যান। বিজ্ঞাপন, রেডিও অনুষ্ঠান ও ধারাবাহিক নাটকে সুর করেছেন। ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ে প্রথমবারের মতো গিটার বাজিয়েছিলেন—এই কৃতিত্বও তাঁর দখলে।

তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি—সব মিলিয়ে ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মাধান বব। ‘তেনালি’তে ডায়মন্ড বাবু কিংবা ‘ফ্রেন্ডস’-এ ম্যানেজার সুন্দরেশন—এই চরিত্রগুলো আজও ভোলেননি দর্শক। হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।
শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও দাপটের সঙ্গে ছিলেন তিনি। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের আসনে বসে নিজস্ব রসবোধ, উপস্থিত বুদ্ধি দিয়ে মাতিয়ে রাখতেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চলে গেলেন জনপ্রিয় দক্ষিণি অভিনেতা বব ।

আপডেট সময়ঃ ০২:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

তামিল অভিনেতা মাধান বব মারা গেছেন। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারসূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের
মাধান বব নামে পরিচিত হলেও তাঁর আসল নাম ছিল এস কৃষ্ণমূর্তি। পরিবারে তিনি ছিলেন অষ্টম সন্তান। বহু বছর ধরে তামিল ছবির জগতে সক্রিয় থাকা এই শিল্পী একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া, বিজয়—তালিকাটা বেশ দীর্ঘ।চার দশকের কর্মজীবন, দুই শর বেশি সিনেমা, টেলিভিশনেও দাপট ছিল তাঁর। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ে আসার আগে মাধান বব ছিলেন একজন সংগীতশিল্পী। তরুণ বয়সে ‘বুলবুল তরঙ্গ’ বাজানো শিখেছিলেন, এরপর নিজে নিজেই শিখে ফেলেন গিটার। কর্মজীবনের শুরুতে ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করেন, পরে বিক্রয় কর্মকর্তার চাকরি।কিন্তু শেষ পর্যন্ত নিজের ভালোবাসার জায়গা সংগীত নিয়ে এগিয়ে যান। বিজ্ঞাপন, রেডিও অনুষ্ঠান ও ধারাবাহিক নাটকে সুর করেছেন। ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ে প্রথমবারের মতো গিটার বাজিয়েছিলেন—এই কৃতিত্বও তাঁর দখলে।

তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি—সব মিলিয়ে ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মাধান বব। ‘তেনালি’তে ডায়মন্ড বাবু কিংবা ‘ফ্রেন্ডস’-এ ম্যানেজার সুন্দরেশন—এই চরিত্রগুলো আজও ভোলেননি দর্শক। হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।
শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও দাপটের সঙ্গে ছিলেন তিনি। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের আসনে বসে নিজস্ব রসবোধ, উপস্থিত বুদ্ধি দিয়ে মাতিয়ে রাখতেন।

নিউজটি শেয়ার করুন