০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১৫১ বার পড়া হয়েছে।

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ আজ রবিবার থেকে সীমিত পরিসরে শিক্ষার্থী উপস্থিতি শুরু করছে। তবে এতে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম থাকছে না। মূল লক্ষ্য—শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ফিরিয়ে আনা এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরানো।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, গত ২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস শোক ও বেদনায় ভরে ওঠে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করাকেই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছে কলেজ কর্তৃপক্ষ।

শাহ বুলবুল জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আজ থেকে ক্যাম্পাসে এসে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করতে এবং সহপাঠীদের সঙ্গে সময় কাটাতে পারবে। এটি তাদের মানসিক স্বস্তি ও পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি আরও বলেন, ‘দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। শনিবারের মতো আজও একই কর্মসূচি চলবে। পাশাপাশি বিমান বাহিনীর সহায়তায় ক্যাম্পাসে চালু আছে একটি চিকিৎসা ক্যাম্প, যেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ পাচ্ছে।’

কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে নিয়মিত কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে ব্যক্তিগতভাবে একান্ত আলোচনার সুযোগও পাচ্ছেন। এই কঠিন সময়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতাকে কলেজ কর্তৃপক্ষ বড় শক্তি হিসেবে দেখছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২১ জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ ঘোষণায় ২ আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ রাখা হয়। এ সময় প্রশাসনিক কার্যক্রম চালু ছিল এবং আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন