০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকীতে বিয়ানীবাজারে গণমিছিল করবে জামায়াত

স্টাফ রিপোর্টার
- আপডেট সময়ঃ ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার পৌর শহরে গণমিছিলের আয়োজন করছে। এদিন দুপুর ২টায় পৌর শহরের নিউ মার্কেট প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিতে সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। মিছিলটি হবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ, এবং এতে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিগুলো তুলে ধরা হবে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগে বাধ্য হন।
ট্যাগসঃ