০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৯:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১১৫ বার পড়া হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মধ্যে বাড়ছে ক্রিকেটারদের বেতন।  তিন ফরম্যাটেই ভালো ক্রিকেট উপহার দিতে পারেননি নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। তারপরও জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সোমবার বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান বোর্ড সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে টেস্ট ক্রিকেট যারা খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে।

বিসিবির  পরিচালক ফাহিম বলেন,ক্রিকেটারদের স্যালারি বেড়েছে ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের স্যালারি বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেন্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে) সেটা এখন বলতে চাই না।গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া গত বছরের মার্চে তিন ফরম্যাটের পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য