একপেশে ম্যাচে ‘ক্যামিও’ খেলল শিয়াল।

- আপডেট সময়ঃ ০৩:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে।

এবার ক্রিকেট মাঠে শিয়াল!সাপ, মৌমাছি, অতিরিক্ত গরম, তীব্র ঠান্ডা, মৃত্যু, যুদ্ধবিমানের হানা আর বাঘের ভয়—কত অদ্ভুত কারণেই না খেলা বন্ধ হয়েছে। এই তালিকায় নতুন সংযোজন শিয়াল। এ ঘটনা ঘটেছে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এর উদ্বোধনী ম্যাচে। লর্ডসে কাল একপেশে ম্যাচে আসলে শিয়ালটিই খেলেছে ‘ক্যামিও’।
কাল লন্ডন স্প্রিট ও ওভাল ইনভিনসিবলের ম্যাচে দ্বিতীয় ইনিংসে এ ঘটনা ঘটে। ইনভিনসিবলের এই ইনিংসে ৮ বল হওয়ার পর মাঠে শিয়াল ঢুকে পড়ে। তখন জয়ের জন্য ৯২ বলে ৭৭ দরকার ছিল ইনভিনসিবলের।এ সময় মাঠে সীমানার পাশে শিয়ালটিকে প্রায় এক মিনিট দৌড়াতে দেখা যায়। খেলা তখন বন্ধ ছিল। কেউ শিয়ালটি মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করেনি। মিনিটখানেক দৌড়ানোর পর শিয়ালটি মাঠ ছেড়ে গ্যালারিতে যায়। এরপর শুরু হয় খেলা।
আগে ব্যাটিং করা লন্ডন কাল গুটিয়ে যায় ৮০ রানে। রশিদ খান ২০ বলে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। লন্ডন দলে কেইন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নার ছিলেন। তবে দুজনের কেউই রান পাননি। দুজনেই আউট হয়েছেন ৯ রান করে।
জবাবে ৪ উইকেট হারিয়ে ৬৯ বল খেলে ৬ উইকেটে জিতেছে ওভাল। এমন একপেশে ম্যাচ লর্ডসের দর্শকদের কিছুটা বিনোদন শিয়ালই দিয়েছে বলে মনে হয়! আর বেচারা খুব বেশি কারও সময়ও নষ্ট করেনি। এর আগে এমন অপ্রত্যাশিত অতিথি মাঠে ঢোকার ঘটনায় খেলাও বন্ধ রাখতে হয়েছে।