ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র জনতার ঐক্যকে অটুট রাখতে হবে: আতাউর রহমান

- আপডেট সময়ঃ ০২:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১১৪ বার পড়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখর উদ্যোগে ৫ আগস্ট গণঅভ্যূত্থান দিবসের একবছর পূর্তি উপলক্ষ্যে বিজয় সমাবেশ মঙ্গলবার (৫ আগষ্ট) পূর্ব লন্ডনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী মাওলানা ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সংগঠক ব্যারিস্টার আশিকুজ্জামান, আলহাজ্ব সৈয়দ জিল্লুল হক, ব্রিগেডিয়ার অবসররপ্রাপ্ত ইসমাঈল খান, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মুছা চৌধুরী, মাওলানা ইমাম উদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জাবির আহমদ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ সেদিন রূপ নেয় ভয়াবহ গণ-অভ্যুত্থানে। ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে সর্বস্তরের ছাত্র জনতার সম্মিলিত সংগ্রাম ও প্রতিরোধে ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন। আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র জনতার ঐক্যকে অটুট রাখতে হবে।
পরিশেষে শহীদানের দরজা বুলন্দি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।