০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১১:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে।

ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে। পানি বাড়লেও আপাতত বন্যার কোনো শঙ্কা নেই। জেলার পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি কিছুটা বাড়ছে। তবে অন্য বছরের চেয়ে সুনামগঞ্জে এ বছর নদী কিংবা হাওরে তেমন পানি বৃদ্ধি পায়নি। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। বুধবার বিকেল পর্যন্ত জেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এ জেলার সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৯২ সেন্টিমিটার নিচে রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এখনও জেলার অনেক হাওরে পানি ধারণের যথেষ্ট জায়গা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই

আপডেট সময়ঃ ১১:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে। পানি বাড়লেও আপাতত বন্যার কোনো শঙ্কা নেই। জেলার পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি কিছুটা বাড়ছে। তবে অন্য বছরের চেয়ে সুনামগঞ্জে এ বছর নদী কিংবা হাওরে তেমন পানি বৃদ্ধি পায়নি। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। বুধবার বিকেল পর্যন্ত জেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এ জেলার সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৯২ সেন্টিমিটার নিচে রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এখনও জেলার অনেক হাওরে পানি ধারণের যথেষ্ট জায়গা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন