১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জে কবির হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

সিলেট ব্যুরো
- আপডেট সময়ঃ ০৬:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জে কবির হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (৭ আগষ্ট) দিবাগত রাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-দোয়ারাবাজার থানার সোনাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে গেদা মিয়া (৫০), মৃত ফজর আলীর ছেলে মো. সুজন মিয়া (৪৪), রশিক আলীর ছেলে আলী হোসেন (২৩)।
দোয়ারাবাজারের সোনাপুরে জমি নিয়ে বিরোধের জেরে গত নিহত কবির হত্যা মামলার পলাতক আসামী। গত ২৪ জুলাই এই হত্যাকাণ্ডে দোয়ারাবাজার থানায় মামলাটি দায়ের করা হয় (নং ৩০/২৪/০৭/২৫)। গ্রেফতারকৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
ট্যাগসঃ