সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জকিগঞ্জে মহিলা কলেজে অস্ত্রহাতে মহড়ার ভিডিও নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১০:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১২০ বার পড়া হয়েছে।

সিলেটের জকিগঞ্জে মেয়েদের উচ্চশিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের মতো প্রতিষ্ঠানের সামনে অস্ত্রহাতে মহড়ার ভিডিও ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দা হাতে সামনে একজন যুবক ও তার পিছনে আরো ১২ জন যুবককে দেখা গেলেও প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কেন, কী উদ্দেশ্যে তারা এ মহড়া দিয়েছেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দু’টি শিক্ষা প্রতিষ্ঠান ও হাফসা মজুমদার প্রতিভা নিবাসে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ করা গেছে।

মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্ত্রহাতে বহিরাগতদের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জকিগঞ্জের শান্তিপ্রিয় মানুষ হতবাক। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান অভিভাবকরা।

অভিভাবকরা জানান, ‘মহিলা কলেজ ও আবাসিক শিক্ষার্থীদের এই ক্যাম্পাসে বহিরাগতরা কিভাবে প্রবেশ করতে পারে। সুরক্ষিত এই প্রতিষ্ঠানে কিভাবে এমন মহড়া দিতে পারে বিষয়টি আমাদের হতাশ করেছে।’

সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক বলেন, ‘প্রতিষ্ঠান ছুটির পর অথবা বন্ধের দিনে হয়তো এ ভিডিও ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন ভীতিকর ভিডিও ধারণ করা গুরুতর অপরাধ, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। যারা কাজটি করেছেন তাদের অবশ্যই শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, ‘শৃঙ্খলা ও মর্যাদা নষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আমাদের প্রতিষ্ঠান কেবল শিক্ষাগ্রহণের স্থান নয়, এটি শিক্ষার মর্যাদা, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। কিছুসংখ্যক ব্যক্তি আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ও নিন্দনীয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন যা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তারা যে-ই হোক না কেনো তাদের বিরুদ্ধে আইনি ও শাস্তিমূলকব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার এ ব্যাপারে করণীয় বিষয়ে জরুরি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন