০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়া সেই ফাহিম গ্রেপ্তার

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৪:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, এএসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল পৌর শহরের মাগুরা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে।

তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, সম্প্রতি ফাহিম শেখ বিএনপি নেতার বাসার ব্যানারের সামনে বসে হাসিনাকে নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের ভিডিও ধারণ করেন তার কয়েকজন সহপাঠী। ওই ভিডিওতে তরুণ ফাহিম উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।

’ জয় বাংলা স্লোগান দিয়ে তিনি বলেন, ‘একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। এক বৃষ্টিভেজা বিকেলে তিনি বাংলাদেশের হাল ধরেন। ইনশাআল্লাহ আমাদের মনে একটাই আশা, তিনি একদিন না একদিন ফিরে আসবেন। দেখা হবে জয় বাংলার স্লোগানে।

’ ভিডিওটি প্রথমে কুলাউড়া ডটকম নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পরে সেই পোস্ট স্বাধীন ২৪/৭ নামে আরেকটি পেজে পোস্ট করলে সেটি ভাইরাল হয়।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় মুরাদ আহমেদ নামে বিএনপির এক নেতার বাসায় কয়েকটি ব্যানারের সামনে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শিগগিরই তিনি আসবেন বলে উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়া সেই ফাহিম গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৪:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, এএসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল পৌর শহরের মাগুরা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে।

তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, সম্প্রতি ফাহিম শেখ বিএনপি নেতার বাসার ব্যানারের সামনে বসে হাসিনাকে নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের ভিডিও ধারণ করেন তার কয়েকজন সহপাঠী। ওই ভিডিওতে তরুণ ফাহিম উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।

’ জয় বাংলা স্লোগান দিয়ে তিনি বলেন, ‘একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। এক বৃষ্টিভেজা বিকেলে তিনি বাংলাদেশের হাল ধরেন। ইনশাআল্লাহ আমাদের মনে একটাই আশা, তিনি একদিন না একদিন ফিরে আসবেন। দেখা হবে জয় বাংলার স্লোগানে।

’ ভিডিওটি প্রথমে কুলাউড়া ডটকম নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পরে সেই পোস্ট স্বাধীন ২৪/৭ নামে আরেকটি পেজে পোস্ট করলে সেটি ভাইরাল হয়।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় মুরাদ আহমেদ নামে বিএনপির এক নেতার বাসায় কয়েকটি ব্যানারের সামনে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শিগগিরই তিনি আসবেন বলে উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন