১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

সাদাপাথর লুটপাট: কোম্পানীগঞ্জ বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১১:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি।

রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই সিলেটের অন্যান্য পাথর কোয়ারির মতো সাদাপাথরেও শুরু হয় লাগামহীন লুটপাট। এসব লুটপাটে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি নেতারা সম্পৃক্ত থাকার অবিযোগ রয়েছে।

সাদাপাথরে লুটপাটে প্রথম থেকেই স্থানীয় বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম উঠে আসে। তবে এতোদিন বিএনপি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। গত দুদিন ধরে সাদাপাথরে লুটপাটের বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এনিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর রোববার রাতে সাহাব উদ্দিনের পদ স্থগিতের তথ্য জানায় বিএনপি।

রুহুল কবির রিজভী সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাদাপাথর লুটপাট: কোম্পানীগঞ্জ বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত

আপডেট সময়ঃ ১১:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি।

রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই সিলেটের অন্যান্য পাথর কোয়ারির মতো সাদাপাথরেও শুরু হয় লাগামহীন লুটপাট। এসব লুটপাটে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি নেতারা সম্পৃক্ত থাকার অবিযোগ রয়েছে।

সাদাপাথরে লুটপাটে প্রথম থেকেই স্থানীয় বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম উঠে আসে। তবে এতোদিন বিএনপি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। গত দুদিন ধরে সাদাপাথরে লুটপাটের বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এনিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর রোববার রাতে সাহাব উদ্দিনের পদ স্থগিতের তথ্য জানায় বিএনপি।

রুহুল কবির রিজভী সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন