সকল অপশক্তির মোকাবিলা করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: শাহীনূর পাশা

- আপডেট সময়ঃ ০৮:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, ‘দেশ যাতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির মোকাবিলা করতে হবে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ চাইলে আমরা হয়তো বিজয় হবো। বিজয়ী হলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে রাস্তাঘাটের উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ অনেক খাতে বর্তমানে ভঙ্গুর অবস্থা। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমার পরিকল্পনা রয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির অধ্যাপক আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মী, এলাকাবাসী সহ সকলকে রিক্সা প্রতীকের সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উদ্যোগে পাশাগঞ্জ বাজারে কর্মী সমাবেশ ও এলাকায় গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কর্মীসভায় ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা ছাব্বির আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা জুবায়ের আনসারী (রহ.) এর সাহেবজাদা বি-বাড়িয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাইফুল্লাহ আনসারী, শান্তিগঞ্জ উপজেলার সভাপতি, সাংবাদিক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন ছালেহ, উপজেলা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।
পরিশেষে মোনাজাত পরিচালনা করেন ক্বারী সাইফুল ইসলাম।