১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

অবৈধভাবে পাথর-বালি উত্তোলন বন্ধে মানববন্ধন শুক্রবার

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৭:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে।

সম্প্রতি সাদাপাথরসহ জাফলং ও বিছানাকান্দি এলাকায় অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পাথর ও বালি উত্তোলন দেশব্যাপী সমালোচিত ইস্যু হয়ে উঠেছে। এসব কার্যক্রমে নদীর তলদেশ ধ্বংস, জীববৈচিত্র্য বিপন্ন এবং স্থানীয় জনগণের জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পর্যটন এলাকাগুলোতে অপরিকল্পিত ও অবৈধ খনন, এক্সক্যাভেটর ব্যবহারে প্রাকৃতিক ভারসাম্য ভয়াবহভাবে নষ্ট হচ্ছে। এই প্রেক্ষাপটে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টা ৪৫ মিনিটে সিলেট সিটি করপোরেশন গেইট, বন্দর বাজারে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে পরিবেশবাদী সংগঠন, শিক্ষার্থী, বিভিন্ন পেশার প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানিয়েছেন, শুধু সিন্ডিকেট নয়, সংশ্লিষ্ট প্রশাসনেরও এ বিষয়ে দায় রয়েছে, এবং জনচাপের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হবে।

জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুর রহিম বলেন, “আমরা দেখছি, বছরের পর বছর এই অপরাধচক্র পরিবেশ ধ্বংস করে চলছে। আগের চার বছর জাফলং-এ পাথর উত্তোলন বন্ধ রাখা সম্ভব হয়েছিল, কিন্তু এখন রাজনৈতিক স্বার্থে সর্বদলীয় ঐক্যের আড়ালে আবারও লুট চলছে। আমরা চাই, প্রশাসন, স্থানীয় জনগণ ও সংগঠন একসাথে এসে এই ধ্বংসযজ্ঞ থামাবে।”

এ মানববন্ধনের মাধ্যমে নিম্নোক্ত দাবি উত্থাপন করা হবে
১. অবিলম্বে জাফলং, বিছানাকান্দি ও সাদাপাথরে অবৈধ পাথর ও বালি উত্তোলন বন্ধ করা।
২. সিন্ডিকেট ও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।
৩. পর্যটনশিল্প রক্ষা ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা।
৪. স্থানীয় জনগণের জন্য বিকল্প কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অবৈধভাবে পাথর-বালি উত্তোলন বন্ধে মানববন্ধন শুক্রবার

আপডেট সময়ঃ ০৭:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

সম্প্রতি সাদাপাথরসহ জাফলং ও বিছানাকান্দি এলাকায় অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পাথর ও বালি উত্তোলন দেশব্যাপী সমালোচিত ইস্যু হয়ে উঠেছে। এসব কার্যক্রমে নদীর তলদেশ ধ্বংস, জীববৈচিত্র্য বিপন্ন এবং স্থানীয় জনগণের জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পর্যটন এলাকাগুলোতে অপরিকল্পিত ও অবৈধ খনন, এক্সক্যাভেটর ব্যবহারে প্রাকৃতিক ভারসাম্য ভয়াবহভাবে নষ্ট হচ্ছে। এই প্রেক্ষাপটে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টা ৪৫ মিনিটে সিলেট সিটি করপোরেশন গেইট, বন্দর বাজারে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে পরিবেশবাদী সংগঠন, শিক্ষার্থী, বিভিন্ন পেশার প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানিয়েছেন, শুধু সিন্ডিকেট নয়, সংশ্লিষ্ট প্রশাসনেরও এ বিষয়ে দায় রয়েছে, এবং জনচাপের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হবে।

জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুর রহিম বলেন, “আমরা দেখছি, বছরের পর বছর এই অপরাধচক্র পরিবেশ ধ্বংস করে চলছে। আগের চার বছর জাফলং-এ পাথর উত্তোলন বন্ধ রাখা সম্ভব হয়েছিল, কিন্তু এখন রাজনৈতিক স্বার্থে সর্বদলীয় ঐক্যের আড়ালে আবারও লুট চলছে। আমরা চাই, প্রশাসন, স্থানীয় জনগণ ও সংগঠন একসাথে এসে এই ধ্বংসযজ্ঞ থামাবে।”

এ মানববন্ধনের মাধ্যমে নিম্নোক্ত দাবি উত্থাপন করা হবে
১. অবিলম্বে জাফলং, বিছানাকান্দি ও সাদাপাথরে অবৈধ পাথর ও বালি উত্তোলন বন্ধ করা।
২. সিন্ডিকেট ও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।
৩. পর্যটনশিল্প রক্ষা ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা।
৪. স্থানীয় জনগণের জন্য বিকল্প কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।

নিউজটি শেয়ার করুন