০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনামঃ
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ১২:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৮৮ বার পড়া হয়েছে।

গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
জিএমপির বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে। পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যান।
আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।
ট্যাগসঃ