১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নিউইয়র্কে ক্লাবে গুলিবর্ষণ, নি/হ/ত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১২:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে।

নিউইয়র্কের ব্রুকলিনে লোকজনে পরিপূর্ণ একটি ক্লাবে রবিবার গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, তদন্তকারীদের ধারণা, এক বা একাধিক হামলাকারী স্থানীয় সময় রবিবার মধ্যরাত সাড়ে ৩টার কিছু আগে একাধিক অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। ক্রাউন হাইটস এলাকায় টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের ক্লাবে ‘বিরোধের জেরে’ হামলাটি চালানো হয়।

কমিশনার টিশ সংবাদ সম্মেলনে বলেন, এটি নিউইয়র্ক শহরে ঘটে যাওয়া এক ভয়াবহ গুলিবর্ষণ।

লাউঞ্জ থেকে কমপক্ষে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিকটবর্তী এক সড়ক থেকে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে। গুলিবর্ষণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন টিশ।

এমন এক বছরে এ ঘটনা ঘটল, যখন নিউইয়র্ক শহরে বন্দুক সহিংসতা রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর আগে জুলাই মাসের শেষ দিকে ম্যানহাটনের মিডটাউন এলাকায় একটি অফিসে এক বন্দুকধারী পাঁচজনকে হত্যা করে, যার মধ্যে সে নিজেও ছিল। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) সদর দপ্তর খুঁজছিল, যাদের সে নিজের মস্তিষ্কের আঘাতের জন্য দায়ী করেছিল।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিউইয়র্কে ক্লাবে গুলিবর্ষণ, নি/হ/ত ৩

আপডেট সময়ঃ ১২:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

নিউইয়র্কের ব্রুকলিনে লোকজনে পরিপূর্ণ একটি ক্লাবে রবিবার গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, তদন্তকারীদের ধারণা, এক বা একাধিক হামলাকারী স্থানীয় সময় রবিবার মধ্যরাত সাড়ে ৩টার কিছু আগে একাধিক অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। ক্রাউন হাইটস এলাকায় টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের ক্লাবে ‘বিরোধের জেরে’ হামলাটি চালানো হয়।

কমিশনার টিশ সংবাদ সম্মেলনে বলেন, এটি নিউইয়র্ক শহরে ঘটে যাওয়া এক ভয়াবহ গুলিবর্ষণ।

লাউঞ্জ থেকে কমপক্ষে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিকটবর্তী এক সড়ক থেকে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে। গুলিবর্ষণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন টিশ।

এমন এক বছরে এ ঘটনা ঘটল, যখন নিউইয়র্ক শহরে বন্দুক সহিংসতা রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর আগে জুলাই মাসের শেষ দিকে ম্যানহাটনের মিডটাউন এলাকায় একটি অফিসে এক বন্দুকধারী পাঁচজনকে হত্যা করে, যার মধ্যে সে নিজেও ছিল। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) সদর দপ্তর খুঁজছিল, যাদের সে নিজের মস্তিষ্কের আঘাতের জন্য দায়ী করেছিল।

নিউজটি শেয়ার করুন