মাত্র ১১শ টাকার জন্য ব্যবসায়ী রুবেল হ/ত্যা

- আপডেট সময়ঃ ১১:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে।

মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যা মামলায় ছিনতাইকারী জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) জেলা পুলিশের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। রোববার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল শ্রীমঙ্গলের লইয়ারকুল এলাকার সুহেল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল মিয়া স্বীকার করে, সে ছিনতাইয়ের উদ্দেশ্যে ৬ আগস্ট মৌলভীবাজার শহরে আসে। পরদিন ‘এফ রহমান ট্রেডিং’র মালিক রুবেলকে একা দেখে ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরে জুয়েল ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। এ সময় রং কেনার কথা বলে রুবেল মিয়াকে দোকানের ভেতরের অংশে নিয়ে ছুরিকাঘাতে হত্যার পর ক্যাশ বাক্স থেকে ১১শ’ টাকা নিয়ে পালিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় রুবেলের পরিবার থানায় হত্যা মামলা করে। পরে রোববার জুয়েলকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, আবুল খয়ের ও ওসি গাজী মাহবুবুর রহমান।