কুচক্রী মহল নির্বাচনকে নিয়ে নানা পায়তারা করছে: সুজন

- আপডেট সময়ঃ ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থেকেছে ভবিষ্যতেও থাকবে। কিছু কুচক্রীমহল নির্বাচনকে নিয়ে নানা পায়তারা করছে তাদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন সুজন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা কখনোও পিছপা হয়নি। আওয়ামীলীগ সরকারের নিপীড়ন দমন সত্ত্বেও কর্মীরা আজও আন্দোলন সংগ্রামে সক্রিয় রয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভায় এসব কথা বলেন।
এর পূর্বে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে মিলিত হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ-বনজ বৃক্ষরোপণ করা হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাড. দীপংকর বনিক সুজিত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, লিয়াকত আলী, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু, সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাব্বির হোসেন আপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, অ্যাড. আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগর, জুবায়ের আহমদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।