জগন্নাথপুরে ৪০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ, ৫ জনকে অর্থদণ্ড

- আপডেট সময়ঃ ০৩:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ফুটপাতের অন্তত ৪০টি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে। এ সময় জরিমানা করা হয় পাঁচজন ব্যবসায়ীকে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনসহ জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারীদের। তাই জনদুর্ভোগে লাঘবে আজ উপজেলা প্রশাসনের পক্ষে শহরের টিঅ্যান্ডটি রোড, জগন্নাথপুর বাজারের সবজি বাজার, বড় গলি, ইকড়ছই মাদরাসা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অন্তত ৪০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ ছাড়া জগন্নাথপুর বাজারের পাঁচ ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। তিনি বলেন, জনভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।