সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার

- আপডেট সময়ঃ ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে।

সিলেটে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় লক্ষ ঘনফুট সাদাপাথর! সেগুলো প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সিলেট সদর উপজেলা প্রশাসন। এসময় তাদের সহযোগীতা করে এপিবিএন সদস্যরা।
জানা যায়, সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় আগে থেকে জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য প্রশাসন কাজ করছিল। তখন এই দুই এলাকার পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথর থাকার বিষয়টি তারা ধারণা করেন। পরে এক্সেভেটরের সাহায্যে তারা পাথরগুলো উত্তোলন করতে সক্ষম হন।
সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ জানান, উদ্ধারকৃত পাথর এখনো পরিমাপ করা সম্ভব হয়নি। তবে আনুমানিক দেড়লাখ টন হতে পারে। তিনি বলেন, মোট ধোপাগুল ও লালবাগ এলাকার মোট পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কোনোট আটক নেই। উদ্ধারকৃত পাথরগুলো পরিমাপ করে সাদাপাথরে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইৎ বলেন, প্রায় দেড়লাখ টন পাথর আজ উদ্ধার হলো। আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।