০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মৌলিক সংস্কার ছাড়া দেশের জনগণ নির্বাচন মানবে না: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৯:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এ দেশের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। সুতরাং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে এক ভোটার সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা প্রথম থেকেই সরকারকে বলেছি আগে মৌলিক সংস্কার করতে হবে।’

ইউনিয়ন আমির মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ।

এর আগে এদিন সকালে ডুমুরিয়া উপজেলার রোস্তমপুরের মোড়লবাড়ি, রোস্তমপুরের পূর্বপাড়া এবং সন্ধ্যায় গঞ্জেরহাট, কাঠালতলা এলাকায় অনুরূপ ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মৌলিক সংস্কার ছাড়া দেশের জনগণ নির্বাচন মানবে না: গোলাম পরওয়ার

আপডেট সময়ঃ ০৯:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এ দেশের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। সুতরাং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে এক ভোটার সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা প্রথম থেকেই সরকারকে বলেছি আগে মৌলিক সংস্কার করতে হবে।’

ইউনিয়ন আমির মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ।

এর আগে এদিন সকালে ডুমুরিয়া উপজেলার রোস্তমপুরের মোড়লবাড়ি, রোস্তমপুরের পূর্বপাড়া এবং সন্ধ্যায় গঞ্জেরহাট, কাঠালতলা এলাকায় অনুরূপ ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার।

নিউজটি শেয়ার করুন