শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃষ্টিশীল কাজ অবকাঠামোগত উন্নয়নের অংশীদার: ড. মোহাম্মদ তাজ উদ্দিন

- আপডেট সময়ঃ ১০:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সাম্প্রতিক সেমিস্টারের একাডেমিক ডিজাইনের প্রদর্শনী ২৭ ও ২৮ আগস্ট ২০২৫ বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনে অনুষ্ঠিত হয়েছে। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের মেধা ও সৃষ্টিশীলতার অনন্য উদাহরণ হিসেবে এ প্রদর্শনী উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিপুল আগ্রহ তৈরী করে।
বৃহস্পতিবার সকালে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ডিজাইন প্রদর্শনী পরিদর্শনকালে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রসংশা করে বলেন, এরকম নান্দনিক ও সৃষ্টিশীল ডিজাইন করতে গভীর একাগ্রতা ও দীর্ঘ পরিশ্রমের প্রয়োজন যা স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা এখানে অর্জন করে থাকে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের এই উদ্ভাবনী ও সৃষ্টিশীল কাজগুলি প্রমাণ করে তাদের সামনে দেশের অবকাঠামোগত উন্নয়নে অংশীদার হবার অসীম সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের ডিজাইন প্রদর্শনী পরিদর্শনকালে আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া বলেন, স্থাপত্য বিভাগের এরকম বাস্তবমুখী ও সৃষ্টিশীল ডিজাইন সিলেটের বৃহত্তর কমিউনিটিকেও জানার ও দেখার সুযোগ করে দেওয়া প্রয়োজন। তিনি লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ ধারাবাহিকভাবে সফলতার সাথে এগিয়ে যাবে বলে আশা প্রকার করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ প্রদর্শনী পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের ডিজাইনগুলির ভূয়সী প্রসংশা করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় ইভেন্টটি মুখরিত হয়ে ওঠে।
স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলীর দিক নির্দেশনায় ডিজাইন প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থাপত্য বিভাগের প্রভাষক আসিফ ইবনে আজির ও শাহ মাহদি হাসান।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য স্থাপত্য বিভাগের সকল শিক্ষক, ভলান্টিয়ার ও শিক্ষার্থীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী।