০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে বৃষ্টির শঙ্কা; আইসিসির নতুন আইনের প্রয়োগ হবে কি?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে।

বৃষ্টির শহর সিলেটে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ম্যাগুলো শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। তবে আবহাওয়ার কারণে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তাই সিলেটে দেখা যেতে পারে আইসিসির নতুন আইনের প্রয়োগ।

গত কয়দিন ধরেই সিলেটে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ শনিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যায় আকাশ মেঘলা থাকবে এবং রাতের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। যদি ম্যাচে বৃষ্টি বাগড়া দেয়, তাহলে আইসিসির নতুন পাওয়ার প্লে আইনের প্রয়োগ করা হতে পারে। গত জুলাইয়ে এই নিয়ম কার্যকর হলেও এখনো কোনো ম্যাচে প্রয়োগ দেখা যায়নি।

সাধারণত ২০ ওভারের ক্রিকেটে ৬ ওভার পাওয়ার প্লে থাকে। নতুন নিয়মেই সেটা পরিবর্তন হচ্ছে না। তবে বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে আগের নিয়ম অনুযায়ী পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসেব করা হতো। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর নির্দিষ্ট সংখ্যক ওভারে সীমাবদ্ধ থাকবে না।

উদাহরণ হিসেবে বলা যায়, আগের নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ইনিংসে পাওয়ারপ্লে ৬ ওভারের। অর্থাৎ মোট ওভারের ৩০ শতাংশ ওভার পাওয়ারপ্লে রাখা হতো। কোনো কারণে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ারপ্লের ওভারসংখ্যাও কমানো হয়, তবে সেখানে পাওয়ার প্লেতে পূর্ণ ওভারসংখ্যা রাখা হয়। নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ইনিংসে ওভারসংখ্যা ৮ ওভারে নেমে আসে, তখন শতাংশ অনুযায়ী পাওয়ারপ্লে হবে ২.২ ওভারের।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন