১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০২:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে।

সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্তে চোরাচালানকালে ১১ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ আগস্ট) পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপি সীমান্তের ভেতরে কানাইঘাট উপজেলার বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট (ঔষধ) আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ৫ লাখ ২ হাজার টাকা। এছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপি’র টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ ৩০ কেজি, পাতার বিড়ি ৮৪ হাজার পিস, চা-পাতা ৭০২ কেজি, ফুলের ঝাড়ু ২৭০ কেজি ও সুপারি ৫০০টি আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬ লাখ ৯৪ হাজার ৩ শত টাকা। দুই অভিযানে মোট ১১ লাখ ৯৬ হাজার ৩ শত টাকার ভারতীয় মালামাল আটক করেছেন বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন