১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কানাইঘাটে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

আপন চাচা ও চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরির কোপে গুরুতর জখমি সাইদুর রহমান (৩৫) সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার বাদ জুমআ কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের শাহাপুর গ্রামে।

এ ঘটনায় আরো আহত হয়েছেন নিহতের ভাই ফরিদ আহমদ ও আব্দুর রহমান। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটির সূত্রপাত ঘটে গত মঙ্গলবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আহমেদের ১০ টি হাস তার চাচাতো ইমরান আহমেদের জমিতে গত মঙ্গলবার নামে।এতে ক্ষেতের জমিতে কীটনাশক ছিটানোর কারণে ৭টি হাস মারা যায়।এবিষয়ে ফরিদ আহমদ এলাকায় বিচার প্রার্থী হন।এতে ক্ষিপ্ত হয়ে ওৎ পেতে থাকা চাচাতো ভাই ইমরান আহমদ,তার মা লেছু বেগম ও বাবা রকিব আলী প্রতিপক্ষ মৃত কুতুব আলীর পুত্র নিহত সাইদুর রহমান,ফরিদ আহমদ ও আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ী ফেরার পথে পথিমধ্যে তাদরে উপর ছুরি দা লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালান তারা ।তাদের হামলায় গুরুতর আহত হন তারা তিন ভাই। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমী সাইদুর রহমান শনিবার ভোর ৫টার দিকে মারা যান,অপর ভাই ফরিদ আহমদ (২৫) আশংকাজনীত অবস্থায় সিওমেকের আইসিউতে চিকিৎসাধীন এবং আব্দুর রাহমান (২৯)ও চিকিৎসাধীন রয়েছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত কানাইঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত রকিব আলী (৬৫) সড়কের বাজার এলাকা থেকে ও তার ছেলে ঘটনার মূল হোতা ইমরান আহমদকে সিলেট শহর থেকে গ্রেফতার করেছে।

এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল জানান, ঘটনার সাথে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন