১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে।

সিলেট সদর উপজেলার ধোপাগুলে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা পাথরগুলো কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধোপাগুল এলাকার একটি ক্রাশার মিলে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী হাসান হৃদয়। তাকে সহযোগিতা করে র‌্যাব-৯ এর সদস্যরা। এ সময় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, ’উপজেলা প্রশাসনের অভিযানে একটি ক্রাশার মিল থেকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন