১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে ভবনের ছাদ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে।

সিলেট নগরের বারুতখানা এলাকার একটি ভবনের ছাদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।

রোববার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন