১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিশ্রমের কোনো বিকল্প নেই: এসপি সাজেদুর

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
  • আপডেট সময়ঃ ০৭:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৭৯ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান বলেছেন, জীবনে বড় হতে হলে নিজের লক্ষ্যের ওপর প্রাধান্য দিতে হবে। লক্ষ্যে স্থির থাকলেই সফলতা আসে। হবিগঞ্জ জে.কে. এন্ড এইচ.কে. হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সভায় এসপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমাজকে সুন্দর রাখতে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পড়াশোনার মানোন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজের কর্মজীবনের অনুপ্রেরণামূলক গল্প শোনান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এসপির এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে অনেক অপরাধ থেকে কোমলমতি শিশুরা সুরক্ষিত থাকবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন