নৈরাজ্যকর পরিস্থিতি অবসানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বাসদ

- আপডেট সময়ঃ ০৮:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৯ বার পড়া হয়েছে।

সারাদেশে অব্যাহত মব সন্ত্রাস বন্ধ, নৈরাজ্যকর পরিস্থিতি অবসান, নিলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে আম্বরখানা পয়েন্টে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সভাপতি বেলাল হোসেন, সিমান্ত রায়, জাহেদ আহমদ সংগ্রাম পরিষদের খায়ের আহমদ, হোসেন আহমদ,মাজেদ আহমদ, প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ’২৪ এর গণ অভ্যুত্থানের পর থেকেই একদল চিহ্নিত গোষ্ঠী মব সন্ত্রাস সৃষ্টি করে বিচারক, শিক্ষকদের পদত্যাগে বাধ্য করানো, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নসমূহ ধ্বংস করা, মাজার ভাঙা, বাউল আখড়ায় হামলা, সংখ্যালঘুদের বাড়ি-ঘর, আদিবাসীদের উপর হামলা, উপসনালয়ে হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে আর এদের প্রধান টার্গেট হলো মুক্তিযুদ্ধ। অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ না নিয়ে সরকারের নানা মহল ‘প্রেসার গ্রুপ’ ইত্যাদি বলে প্রকারান্তরে মব সন্ত্রাসীদের উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করছে বলে জনগণ মনে করে।
বক্তারা বলেন, গণতন্ত্র উত্তোরণের পথে বাঁধা সৃষ্টি করতেই একটি মহল দেশে নৈরাজ্য-বিশৃঙ্খলা তৈরি করার অপপ্রয়াস চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদী শক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দেশি-বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি নানা চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভন্ডুল করতে মব সন্ত্রাস ও নানা নৈরাজ্য সৃষ্টি করেছে। বক্তারা নিলফামারীতে শ্রমিক হত্যার বিচার, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহনের হয়রানি বন্ধ ও বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।